বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাংলাদেশের মানুষের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বুধবার (৯ মার্চ) বিকাল ৪টায় নগরী দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে মুক্তি সংগ্রামের চেতনার ধারক ও বাহক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হৃদয়ে একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইব্রাহীম আহমদ জেসির সভাপতিত্বে ও হৃদয়ে একাত্তর ফাউন্ডেশনর সাবেক সদস্য জেলা ছাত্রলীগ নেতা জাহেদ জায়গীরদার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খাঁন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শাহনুর আলম, মহানগর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা সায়মন ইসলাম ওয়াসিম আহমদ, আফজাল খাঁন, এম এ শুকুর, রেদোয়ান, ফারহান, নাসিফ চৌধুরী, মামুন তালুকদার, নাজমুল ইসলাম, রিফাত আহমদ জুনেল, রিহাত আহমদ, জসিম আহমদ আলমগীর হোসেন। আওয়ামী লীগ নেতাতের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন রুবেল আহমদ। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজাহান চৌধুরী। বিজ্ঞপ্তি