জেলরোড এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে জামায়াতের আর্থিক অনুদান

14

সম্প্রতি নগরীর জেলরোড এলাকায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের হাতে পৃথকভাবে এই আর্থিক অনুদান তুলে দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আলী, রফিকুল ইসলাম মজুমদার, মুহিব আলী, ১৬নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন, জেলরোড এলাকার বাসিন্দা সমাজসেবী তামিম আহমদ ও গোলজার আহমদসহ স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য- সম্প্রতি জেল রোড এলাকায় অগ্নিকান্ডে ৫টি ফার্ণিচার কারখানার ব্যাপক ক্ষতি হয়। এছাড়া একই সাথে আশপাশের আরো ৬টি পরিবার এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের পক্ষে নগদ আর্থিক অনুদান গ্রহণ করেন- হামিদা বেগম, ময়না বেগম, সন্ধ্যা রাণী, আফলাতুন বেগম, জোসনা বেগম, আনোয়ারা বেগম। আর ৫টি কারখানার পক্ষে অনুদান গ্রহণ করেন- ইমন মিয়া, আবুল কালাম, সুফিয়ান আহমদ, রাজন মিয়া ও সোহেল আহমদ প্রমুখ। এছাড়া ৫টি দোকান মালিক পরিবারকে নগদ অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি