মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সাবেক চেয়ারম্যান ও আরটিএম আহমদ আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ শামীম বলেছেন, বড় চাকুরি কিংবা ব্যবসায়ী হওয়াই জীবনের সফলতা নয়। পরিবার, সমাজ এবং শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক সফলতার অন্যতম একটি দিক। তবে মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হওয়াই জীবনের মূল সফলতা। মাত্রাতিরিক্ত চাহিদার আশায় জীবনের সুন্দর সময় নষ্ট করা যাবে না। পড়াশোনার পাশাপাশি জীবনকে উপভোগ করতে হব, সৎভাবে জীবন যাপন করতে হবে। মডেল কলেজের নতুন এবং কৃতি শিক্ষার্থীরা একদিন বিশ্বব্যাপী বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করেন তিনি।
উইমেন্স মডেল কলেজ সিলেটের নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের চীফ কনসালটেন্ট (শিক্ষা) ও সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর ও আরটিএম আহমদ আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র উপদেষ্টা মাজেদ আহমদ চঞ্চল।
প্রভাষক রায়হানুল ইসলামের পরিচালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাহজাবিন নাহার, অপি আক্তার বর্ষা এবং নবীনদের পক্ষে বক্তব্য রাখেন আয়েশা আক্তার তাকিয়া এবং সুমাইয়া আক্তার প্রমূখ।
অনুষ্ঠানের শুরতে কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ এবাদুর রহমান। সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে মূল পর্ব আলোচনা সভার উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি