বসন্ত আসে ফাগুন মাসে :
রবি উঠে ফুল ফোটে
পাখিরা গায় গান,
পাখির গানে ফুলের ঘ্রাণে
মুগ্ধ করে প্রাণ।
তরুশাখে কোকিল ডাকে
মিষ্টি মধুর সুরে,
বসন্ত আসে ফাগুন মাসে
গ্রাম বাংলায় ঘুরে।
পলাশ বকুল আামের মুকুল
ছড়ায় মধুর ঘ্রাণ,
মনের সুখে হাসি মুখে
বাংলাতে গায় গান,
একুশের দিন বিষাদের বীণ
চারিদিকে বাজে,
সুপ্রভাতে পুষ্পকলিতে
শহীদ মিনার সাজে।
ভাষার তরে অস্ত্র ধরে
কামার কুমার চাষা,
জীবন দিয়ে রক্ষা করে
মায়ের মুখের ভাষা।