সিলেট আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া রাহ.’র আরবি জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

12

লন্ডনের পর এবার সিলেটে বাংলাদেশের কালজয়ী বুজুর্গ, জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ -এর প্রতিষ্ঠাতা মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম ও আযাদ দ্বীনী এদারার সু-দীর্ঘকালের সভাপতি, শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহ. -এর সুযোগ্য শীর্ষ খলিফা, আল্লামা হাফিজ আব্দুল করীম শায়খে কৌড়িয়া রাহ. -এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আরবী ভাষায় একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর চৌখিদেখিস্থ সৈয়দ নাসির উদ্দীন মেমোরিয়াল হামিদিয়া মাদরাসায় শায়খে কৌড়িয়া রাহ. -এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খে কৌড়িয়া রহ. -এর অন্যতম খলিফা, শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী ও শায়খে কৌড়িয়া রহ. -এর সাহেবযাদা হযরত মাওলানা হাফিয মুহসিন আহমদ।
শায়খে কৌড়িয়ার কর্মময় জীবন নিয়ে তরুণ আলিমে দ্বীন মুফতি সৈয়দ হুসাইন বিন ইমাম উদ্দিন রচিত আরবী জীবনীগ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভায় দেশবরণ্য উলামায়ে কেরাম ও শায়খে কৌড়িয়া’র খলিফাগণ শায়খ সম্পর্কে স্মৃতিচারনমূলক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা উপস্থাপন করেন।
বক্তারা বলেন, শায়খে কৌড়িয়া রাহ. আজীবন কুরআনের খিদমাত করে গিয়েছেন। তিনি ছিলেন ক্বায়িদুল উলামা বা উলামাদের নেতা। তাঁর আহবানে বাংলাদেশের সব শ্রেণীর উলামায়ে কেরাম স্বতস্ফুর্তভাবে সাড়া দিতেন।
তারা বলেন, শায়খে কৌড়িয়ার জীবনের দর্শন ছিলো প্রচার বিমুখতা। তিনি দুনিয়া বাসির কাছে পরিচিত হওয়ার পরিবর্তে আল্লাহ’র কাছে পরিচিত হওয়ার সাধনা করে গেছেন। তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে আপোষহীন।
জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদের সহকারী শায়খুল হাদিস হাফিজ মাওলানা আব্দুল হামিদ সাকিব ও শিক্ষাসচিব মাওলানা যহিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে মনোমুগ্ধকর তিলাওয়াত করেন শায়খে কৌড়িয়া রাহ. -এর নাতি হাফিজ মাওলানা শরীফ আহমদ ও হাফিজ সাজিদুল হক।
অতিথিদের মাঝে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, শায়খে কৌড়িয়া রাহ. -এর খলিফা, টিকরপাড়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা লুকমান আহমদ, শায়খে কৌড়িয়া রাহ. -এর খলিফা, বহুগ্রন্থ প্রণেতা, অধ্যাপক মাওলানা মুহিবুর রহমান, ধনকান্দি মাদরাসার মুহতামিম, মাওলানা মুশতাক আহমদ খান, শায়খে কৌড়িয়া রাহ. -এর খলিফা, ইংল্যান্ডের স্যান্ডারল্যান্ড মসজিদের ইমাম ও খতীব, হাফিয মাওলানা ইমাম উদ্দীন, শায়খে কৌড়িয়া রাহ. -এর খলিফা মাওলানা খাইরুল ইসলাম (বড়লেখী), শায়খে কৌড়িয়া রাহ. -এর সাহেবযাদা ও জামিয়া কৌড়িয়া’র মুহতামিম মাওলানা হাফিয মুহসিন আহমদ, আযাদ দ্বীনী এদ্বারার মহাসচিব, জামেয়া মাদানিয়া সুনামগঞ্জের মুহতামিম মাওলানা আব্দুল বসির, শায়খে কৌড়িয়া রাহ. -এর জামাতা, বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা আব্দুর রহমান (ইউকে), দারুল উলূম নিউইয়র্ক -এর শায়খুল হাদিস মাওলানা আযিযুর রহমান, মুক্তিরচক মাদরাসার মুহতামিম, মাওলানা মুহিবুর রহমান, জামেয়া ইক্বরা সিলেটের প্রিন্সিপাল, ফেদায়ে মিল্লাত আসয়াদ মাদানী রাহ. -এর খলিফা, মাওলানা রশিদ আহমদ মকবুল, আল আকসা জামে মসজিদ লন্ডন -এর ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ’র মুহাদ্দিস, মাওলানা জুনাইদ কিয়ামপুরি, জনাব সালেহ আহমদ মাদানী (ঢাকা), আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার মুহতামিম, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জি, মাওলানা আজির উদ্দীন ও মাওলানা আশরাফ আলী মিয়াজানী।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শায়খে কৌড়িয়া রাহ. -এর খলিফা মাওলানা সিদ্দিক আহমদ, জামেয়া শামিমাবাদের মুহতামিম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদের নাইবে মুহতামিম, মাওলানা আরজুমন্দ আলী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল হাসান ফয়ছল, হাফিজ সিরাজ উদ্দীন হুসাইনী, দারুল কুরআন সিলেটের শায়খুল হাদিস, মাওলানা এহতেসামুল হক ক্বাসিমী, মাওলানা নাঈম কাসিমি, শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী দা. বা. -এর প্রতিনিধি মাওলানা সাইফুল আলম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সৈয়দ নাসির উদ্দীন মেমোরিয়্যাল হামিদিয়া মাদরাসার সভাপতি আলহাজ আনা মিয়া, এডভোকেট শামীম আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফিজ মাওলানা মুহি উদ্দীন, মাওলানা নাযিম মাহমুদ, শায়খে কৌড়িয়া রাহ. -এর নাতি হাফিজ মাওলানা ওবায়দুল হক, হাফিজ মাওলানা আরিফ আহমদ, হাফিজ মাওলানা মারুফ আহমদ, হাফিজ আছরারুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি