রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, সাম্য ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে রোটারিয়ানদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি রোটারি বিশ্বের সুন্দর সমাজ গঠনে কাজ করছে। রোটারির এ ধারা অব্যাহত রাখতে রোটারিয়ানদের বেশি করে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। সকলের সমান অংশগ্রহণে একটি সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠন সম্ভব।
তিনি ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে রোটারী কানেক্টিং টিম রি-ইউনিয়ন ও কালচারাল নাইট (রোটারি ইয়ার ২০১৯-২০)অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইভেন্ট চেয়ার পিপি নাজিম উদ্দিন শাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার এমএ লতিফ, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, পিডিজি ও ডিস্ট্রিক্ট ট্রেইনার এম আতাউর রহমান পীর, পিডিএফএল ফিরোজা রহমান, পিপি নিরেশ চন্দ্র দাস, পিপি আসাদুজ্জামান সায়েম, পিপি ডক্টর তোফায়েল আহমদ, পিপি কপিল উদ্দিন বাবলু, পিপি সেলিম খান, পিপি এএইচএম ফয়সাল, পিপি কেরামাতুল আজিম পিন্টু, পাস্ট ডিস্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান, পিপি মাহফুজুল হক, পিপি রেহান উদ্দিন রায়হান, পিপি একেএম কামারুজ্জামান মাসুম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারি ক্লাব অব সিলেট ডায়নামিকের প্রেসিডেন্ট ইলেক্ট শহিদুল হাসান সেলিম। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন এর পিপি আতিকুর রেজা চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ই ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট আজিম উদ্দিন, পিপি বাহারুল ইসলাম রিপন, পিপি ডেপুটি গভর্নর রাসেল মাহবুব, পিপি প্রিন্সিপাল এনামুল হক, পিপি সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহবুব সোবহানী চৌধুরী, পিপি আবুল হাসনাত, পিপি সাংবাদিক আব্দুর রহিম, রোটারি ক্লাব অব সিলেট’র প্রেসিডেন্ট ড. নজরুল হক চৌধুরী, রোটারি ক্লাব অব রাইজিং স্টার’র প্রেসিডেন্ট ইউনুছ আলী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট সাইফুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন এর বিধু ভুষণ চক্রবর্তী। বিজ্ঞপ্তি