শীতের কষ্ট :
ভদ্রলোক শীতের চাদর দিয়ে গেলেন সেদিন,
দুবোন সেই চাদরে জড়িয়ে থাকি আজ কদিন।
কনকনে শীত পড়েছে বাই রে বেড়ানো যায়না,
একজোড়া গরম কাপড় কেউ যে এসে দেয়না।
তোমরা থাকো বড় বড় অট্টালিকায় কত সুখে,
দুবোন থাকি ডাস্টবিনের পাশে কতই না দুঃখে।
পলিথিনের ফুটোয় রাতে বাতাস আসে বে গে,
ঠান্ডায় জবুথবু হয়ে সারারাত থাকি যে জেগে।
প্রথমে পালালো বাপ কদিন বাদ রেখে গেল মা,
ক্ষুধার কষ্টে শহরে এলাম মাঘ শীত অর্ধ নগ্ন গা।
সারাদিন বোতল কুড়িয়ে কিছু টাকা হাতে পায়,
তা দিয়ে দুটো রুটি আর কলা কিনে দু’জন খাই।