এয়ারপোর্ট এলাকা থেকে বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

স্টাফ রিপোর্টার  :
শহরতলীর এয়ারপোর্ট এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের হেফাজতে থাকা ২১০ বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কোম্পানীগঞ্জের ডাকাতিবাড়ি’র মৃত আব্দুল কাদিরের পুত্র জালাল উদ্দিন (৫০), জগন্নাথপুরের বটেরতলের আঙ্গুর আলী’র পুত্র রবিন আহমদ (২০), একই উপজেলার ইছগাও’র আনফর মিয়া’র পুত্র রাব্বি মিয়া (১৯)।
র‌্যাব জানায়, বুধবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার বাইপাস পয়েন্টস্থ হযরত শাহ ছাবালপীর মাজারের সামনের কালভার্টের উপর র‌্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল চেকপোষ্ট বসায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশীকরে ২১০ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতদের এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।