ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে থানা পুলিশের অভিযানে আব্দুল কাইয়ুমকে আটক করা হয়।
সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মৃত গৌছ আলীর ছেলে আব্দুল কাইয়ুম (৪৫)। বিকেলে পুলিশ কর্তৃক দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বেশ কয়েকটি প্রবাসীর বাড়ীতে দলবল ও ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবরের ভিত্তিতে থানার একদল পুলিশ সদস্যরা দ্রুত গ্রামে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র- শস্ত্র ঘটনাস্থলে রেখেই পালিয়ে যাওয়ার সময় ডাকাত আব্দুল কাইয়ুমকে আটক করে পুলিশ। এ সময় ডাকাতি করার জন্য ব্যবহারের বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া বাদী হয়ে ডাকাত সর্দার আব্দুল কাইয়ুমসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ডাকাত সর্দার আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে ১৪/১৫টি ডাকাতি, অস্ত্র, ধর্ষণসহ মামলা রয়েছে।