জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউসিয়নে সোমবার ৭ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী ৬ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
ভোটগ্রহণকালে ৯টি কেন্দ্র ঘুরে দেখা যায়, সোমবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ব্যাপক আগ্রহ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে উপস্থিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ৯টি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ৯টি কেন্দ্রে ভোট প্রদান শেষ হয়।
ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলার প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী। কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজী উল্লাহ।
এছাড়া কেন্দ্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে র্যাব ও বিজিবি‘র টহল টিম সার্বক্ষণিক ভাবে নিয়োজিত ছিল।
ভোট গননা শেষে বেসরকারী ভাবে উপজেলা প্রধান রিটার্নিং কর্মকর্তা নূসরাত আজমেরী হক স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী বেসরকারী ভাবে ৬ হাজার ১০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে নাম ঘোষনা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা মার্কা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক ৪ হাজার ১শত ২১ ভোট পান।