জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বৃষ্টিতেও চলছে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধে মাটি কাটার কাজ। দ্রুত কাজ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন পিআইসিরা। যে কারণে বিরামহীন ভাবে চলছে বাঁধের কাজ।
৪ ফেব্রুয়ারি শুক্রবার দেখা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের মোকামের ঢালা নামক গভীর ঝুঁকিপূর্ণ ভাঙনে বৃষ্টিতেও মাটি ভরাট কাজ চলছে। ৮ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে ২৬নং পিআইসি প্রকল্পের মাধ্যমে এখানে কাজ হচ্ছে। মাটি ভরাট কাজ তদারকি করছেন এ পিআইসি কমিটির সভাপতি শাহ আবদুল হক সহ কমিটির অন্য সদস্যরা।
এ বিষয়ে ২৬নং পিআইসি কমিটির সভাপতি শাহ আবদুল হক বলেন, আমরা সরকারি বেধে দেয়া নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করতে চাই। তাই বিরামহীন ভাবে কাজ করছি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই মাটি কাটার কাজ শেষ হয়ে যাবে। এ সময় গভীর ভাঙনে মাটি কাটার কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষকরা।