আইজি পদক পেলেন এসএমপি’র রিপটন পুরকায়স্থ

5

স্টাফ রিপোটার :
গত বছরে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজি ইক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক রিপটন পুরকায়স্থ। বুধবার ২ ফেব্রুয়ারি সকালে তাকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএমপি’র সদরদপ্তর সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই পদক দেওয়া হয়।
আইজি ব্যাজ পাওয়ার প্রতিক্রিয়ায় উপপরিদর্শক রিপটন পুরকায়স্থ বলেন, কাজের মূল্যায়ন বা স্বীকৃতি সবার জন্যই আনন্দদায়ক। এর আগে মেট্রোপলিটন পুলিশের মূল্যায়নে যে উৎসাহ পেয়েছিলাম, এবার আইজি ব্যাজ পেয়ে কাজের ক্ষেত্রে সে উৎসাহ নিঃসন্দেহে আরো বেড়ে যাবে। এজন্য পুলিশ কমিশনার স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।