আর দেব না ফাঁকি :
ইসকুল যখন খোলা ছিলো
ক্লাস ফাঁকি দিতাম,
বন্ধুসহ ঘুরে ঘুরে
আড্ডা মেরে নিতাম।
ভাবতাম তখন ইসকুল যদি
পড়তে না আর হত,
সারাদিনের খেলাধুলায়
মজা করতাম কত!
দীর্ঘদিনের ছুটি পেয়ে
ভাল্লাগে না এখন,
কলরবও মিস করাটা
কপালেরি লেখন!
ভাল্লাগে না বন্ধুবিনে
একলা একা দিন,
ছুটি খেয়ে বোর হয়েছি
পড়ালেখাহীন।
খুলবে কবে ইসকুল আমার!
আশায় আশায় থাকি,
খুলুক এবার দেখে নিও
আর দেব না ফাঁকি।