দ্বিতীয় অর্ধ বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে সিনিয়র জেলা ও দায়রা জজ ॥ বিচার সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে মামলা নিষ্পত্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে

3

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান বলেন বিচার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে মামলা নিষ্পত্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। তাহলে বিচারপ্রার্থী জনগন তার সুফল পাবেন। তিনি বলেন আদালতে বিচারক আইনজীবী ক্লাইন্টের কাছ থেকে সব জানা যায় না। এ সম্মেলনের মাধ্যমে একত্রে বসে সব সমস্যা শুনে আমরা তা সমাধানের ব্যাবস্থা নেব। তিনি শনিবার (১৫ জানুয়ারি) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে সিলেট মহানগর দায়রা জজ আদালতের উদ্যোগে দ্বিতীয় অর্ধ বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন ২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা, যুগ্ম মহানগর দায়রা জজ এইচ.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সুমন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওসাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃফজলুলহক সেলিম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এস.এম.পি. সিলেট বি.এম. আশরাফ উল্যাহ তাহের, সিলেট চীফ মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর বিপ্লব কান্তি দে মাধব। এ ছাড়াও উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ স্নিগ্ধা তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিচাল কমলয় ভূষণ চক্রবর্তী, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট এস.এম.পি. কোর্ট পরিদর্শক মোঃ জিয়াউর রহমান ও মুহিদুর রহমান খাঁন। সম্মেলনে প্রজেক্টরের মাধ্যমে মহানগর দায়রা জজশীপ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর মামলা নিষ্পত্তির অর্ধ-বার্ষিক বিবরণী উপস্থাপন করেন যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, পবিত্র গীতা পাঠ করেন আদালতের কর্মচারী অমিত দাস।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার লক্ষে বিচারাধীন মামলা সমূহে বিশেষতঃ দীঘর্ দিন বিচারাধীন মামলা সমূহে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষী হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আদালতে কর্মরত বিচারকগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশনা মোতাবেক মামলা জট নিরসনে পূর্ণ কর্ম ঘন্টার সদ্ব্যবহার করার জন্য তাগিদ প্রদান করেন। বিজ্ঞপ্তি