নারীর অভিব্যক্তি :
সুখে থাকার জন্যে নারীর
বাড়ে কেবল তেষ্টা
সুখে থাকতে আত্মত্যাগে
করবে কত চেষ্টা?
সব চেষ্টাই ব্যর্থ হলে
হাল ছাড়া হয় নাবিক
রণক্ষেত্রে নিঃস্ব নারী
পরাজিত সৈনিক।
আদর বিহীন সোহাগ বিহীন
দেদারসে যে চলে
মুখে যদিও হাসির ঝিলিক
চোখ বিরহ বলে।
রক্ত-মাংসে গড়া নারী
আবেগের নেইতো দাম
আনন্দে জলাঞ্জলি দেয়
করবে শুধুই কাম।
অনুভূতিহীন নারীরা
রইবে শুধু নারী?
যুগে-যুগে আর কতকাল
সইবে অত্যাচারী?