২৫ ও ২৬নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ ॥ সরকার অসহায় শীতার্ত মানুষের কল্যাণে কার্যকর কোন ভূমিকা রাখছে না

7

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, চলমান শৈত্য প্রবাহে মানুষের জীবন-যাপন দিন দিন কষ্ঠ-সাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোর দুঃখ-দুর্দশা বেড়েছে বহুগুণ। সরকার মুখে বড় বড় কথা বললেও শীতার্ত মানুষের কল্যাণে কোন ভূমিকা পালন করছেনা। অপরদিকে সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন সত্ত্বেও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানের প্রত্যয়দীপ্ত গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষের কল্যানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ২৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর কায়েস্তরাইল এলাকা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি এস.এম মুসার সভাপতিত্বে ও সেক্রেটারী জাবেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন আলমগীর। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা, সালাউদ্দিন মিরাজ, লন্ডন প্রবাসী শামীম আহমদ প্রমুখ।
এদিকে ২৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কদমতলী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। ওয়ার্ড সভাপতি এম. এ ওয়াদুদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সোবহানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা হাবিবুর রহমান, আবুল কালাম, সেলিম আহমদ, দিদার আহমদ, রুস্তুম আলম কুদ্দুস ও মাহবুব আহমদ প্রমুখ।