বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় দলনেতা সহীদ উল্লাহ তালুকদার বলেছেন, সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এ দেশে তার সুচিকিৎসা হচ্ছে না। তারপরও সরকার এখনো তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না। তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদল খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির মহাসমাবেশ সফলে সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি সহস্রাধিক মানুষের সমাবেশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। মহাসমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আগামী ১২ জানুয়ারি সিলেটে জেলা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (১০ জানুয়ারি) ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এবং জেলা সদস্য সচিব মকসুদ আহমদের যৌথ উপস্থাপনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় টিমের সদস্য আনসার উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আখতার আহমদ, মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, মঈনুল ইসলাম মঞ্জুর, মহানগর সদস্য লোকমান আহমদ, সোহেল মাহমুদ, জেলা সদস্য কবির উদ্দিন, লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, জেলা সদস্য রায়হান আহমদ, মকসুদুল করিম নোহেল, মহানগর সদস্য মির্জা সম্রাট, ওসমান গণি, জেলা সদস্য মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য জয়নুল ইসলাম, এস এম পলাশ, ইছহাক আহমদ, উপজেলা নেতৃবৃন্দের মধ্যে গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, ইনজাদুর রহমান ইনজাদ, ১১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক খালেদ আহমদ হোসেইন, ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমদ জুয়েল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এম. এ. সালাম, হিবজুর বিশ্বাস রাজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলেই বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মামলা-হামলা, জেল-জুলুম দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মনে রাখা উচিত কোন মামলা-হামলা ভয়-ভীতি দেখিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের আটকানো যাবে না। বক্তারা সিলেটে জেলা বিএনপির মহাসমাবেশ সফল করতে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি