স্টাফ রিপোর্টার :
এসএমপি পুলিশ লাইন্সের ড্রিল শেডে জানুয়ারি/২০২২ এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সভাপতিত্ব করেছেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
সভায় উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএমসহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
একই দিন বেলা সাড়ে ১২ টায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপির পুলিশ কমিশনারের সভাপতিত্বে জানুয়ারি/২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মোঃ শফিকুল ইসলাম, র্যাব-৯ সিলেট, কল্যাণ সভায় উপস্থিত সকল উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপির সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার।
সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারগণ হলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী পিপিএম বার (এসি, কোতোয়ালি মডেল থানা ), সহকারী পুলিশ কমিশনার মোঃ মহিয়ার রহমান, (অপরাধ, সদর ও প্রশাসন), অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, (কোতোয়ালী মডেল থানা), ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াছিন (তদন্ত, কোতোয়ালি মডেল থানা), ইন্সপেক্টর মোঃ শফিকুল রহমান (পুলিশ লাইন্স, সদর ও প্রশাসন), ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান (ডিবি), ইন্সপেক্টর মোঃ বাচা মিয়া (প্রশিকিউশন), ইন্সপেক্টর মোঃ এনামুল মনোয়ার (সিটিএসবি), টিআই সরওয়ার মোহাম্মদ পারভেজ (ট্রাফিক বিভাগ), এসআই মোঃ সোহেল রানা (দক্ষিণ সুরমা থানা), এসআই সুমন চক্রবর্তী (ডিবি), এসআই মোহাম্মদ জানু মিয়া (প্রসিকিউশন), এসআই অনন্ত কুমার বমর্ণ (গোপনীয় শাখা, সদর ও প্রশাসন), সার্জেন্ট সুবীর তালুকদার (ট্রাফিক বিভাগ), এসআই মোঃ সেলিম মিয়া (সিটিএসবি), এএসআই মোঃ শেখ সাদী (দক্ষিণ সুরমা থানা), এএসআই মোঃ মিজানুর রহমান (সদর ও প্রশাসন), এটিএসআই মোঃ মমিন আল মামুন (ট্রাফিক বিভাগ), এএসআই মোঃ মোশারফ হোসাইন ভূঁইয়া (সিটিএসবি), ড্রাইভার কনস্টেবল মোঃ গোলাম কিবরিয়া সরকার (মটরযান শাখা, সদর ও প্রশাসন)।