জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হয়েছে। “স্মার্টফোনের আসক্তি: পড়াশোনার ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।
৮ জানুয়ারি শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুর উপজেলার উচ্চ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ১৪টি স্টল বসেছে। এসব স্টলে মেবাধী শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন আকশর্নীয় প্রযুক্তি পণ্য প্রদর্শন করা হয়। পরে এসব স্টল পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সহ অতিথিবৃন্দ।