নতুন বই পেয়ে আনন্দে উদ্ভাসিত শিক্ষার্থীরা

4
সিলেট অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বই উৎসব। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
এবার উৎসব করে নয়, তবে বছরের প্রথম দিনই বই পেয়েছে শিক্ষার্থীরা। নগরীর প্রতিটি স্কুলে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী বই বিতরণ করা হয়েছে। সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নতুন বই পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়েছে শিক্ষার্থীরা। বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুন বছরে বিগত বছরের চেয়ে আরো ভালো ফলাফল করার আশা ব্যক্ত করছেন। করোনা সংক্রমনের কারণে এবার সারা দেশে বই উৎসব হয়নি। কিন্তু শ্রেণিভেদে সকলকে ১১-১৩ জানুয়ারির মধ্যে বই দেওয়া হবে জানিয়েছেন সিলেট শিক্ষাবোর্ড।
জানা যায়, ১ থেকে ৩ জানুয়ারি ৬ষ্ঠ শ্রেণি, ৪ থেকে ৬ জানুয়ারি ৭ম শ্রেণি, ৮ থেকে ১০ জানুয়ারি অষ্টম শ্রেণি ও ১১ থেকে ১৩ জানুয়ারির মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে। প্রতিটি শ্রেণিকে তিন গ্রুপে ভাগ করে বই দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।
এবার সিলেট বিভাগে সরকারি, বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদরাসা ও কেজি স্কুলে ১৭ লাখ ১১ হাজার ৩২ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ৭২ লাখ ৯৫ হাজার ৫৯৬টি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে ৮ লাখ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ।
দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় : বছরের প্রথম দিনে সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে বেলুন উড্ডয়ন এর মাধ্যমে বই বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রীতা রানী তালুকদারের পরিচালনায় বই বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সত্যজিত রায় দাস, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়জীদ খান, সিলেট পিটিআই এর ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট দীপংকুর মোহন্ত, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, এসএমসি সহ সভাপতি কানু পাল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক বিপ্লব মোদক, তৃপ্তি রানী দাস, শিপ্রা রানী দাস, লাকী রানী দে, মৌসুমী মহারত্ন, রীতা রানী তালুকদার, স্বর্ণালী দাস, বিভা মুজমদার, সুদিপ্তা দত্ত চৌধুরী। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় : সিসিকের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকতার মাধ্যমে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে নতুন বই শেখ হাসিনার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। শিক্ষা জাতির মেরুদন্ড। মানুষ গড়ার কারিগর কোন অন্যায় করতে পারে না, আমরা বিশ্বাস করি, শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যদিও আমরা ছেলে-মেয়ের জন্ম দাতা থাকিনা কেন কিন্তু শিক্ষকরা হলেন দ্বিতীয় জন্ম দাতা। ঐ শিশুরাই আগামী দিনের দেশের কান্ডারী হবে আমরা বিশ্বাস করি।
বছরের প্রথম দিনে সিলেট নগরীর চালিবন্দর রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে বই বিতরণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিবের সভাপতিত্বে ও রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: নাজমা খানমের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী শিক্ষানুরাগী আমির আলী, কাজী মুকিত সুমন, সোয়েব আহমদ সালু, রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানসী চৌধুরী, লিলা রানী দেব, নীলিমা রানী লিলি, সুবর্ণা দাস, নাজনীন আরা বেগম প্রমুখ।