স্টাফ রিপোর্টার :
নগরীর সুবিদবাজারস্থ বহুতল ভবন মার্লিন টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ তলাবিশিষ্ট টাওয়ারের নিচতলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিচতলায় থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের শাখায় বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক মো. দুলাল মিয়া জানান, বহুতল ভবনে আগুন লাগার খবরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় পৌনে ১ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।