শীতের সকাল

2

জাহাঙ্গীর আলম :

শীতের সকাল শিশির কণায়
ফুলের পাপড়ি হাসে,
মৌমাছিরা মধু আনতে
ঘুরে ফুলের পাশে।

ঘরে ঘরে শীতের সকাল
মায়ে বানায় পিঠা,
খেজুরের রস বিবিখানা
খেতে লাগে মিঠ।

চিতই সেমাই ভাপা পুলি
বলব কত তবে,
তেলের পিঠা, গোকল পিঠা
নেইকো এমন ভবে।

সূর্যিমামা উঁকি দিলে
ঘুঘু ডাকে সুরে,
রোদ তাপাতে আবাল-বৃদ্ধা
জেগে উঠে ভোরে।