তাহিরপুরে টাকার বিনিময়ে করোনার টিকা দেয়ার অভিযোগ

7

বাবুরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
টাকার বিনিময়ে করোনার টিকা দেয়ার অভিযোগ উঠেছে তাহিরপুরে এক কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারের বিরুদ্ধে। টিকা দিতে আসা লোকজন জানান, মঙ্গলবার সকালে কমিউনিটি ক্লিনিকে টিকা নিতে আসলে জনপ্রতি ৫০ টাকা করে নিয়ে টিকা দিচ্ছেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার বিলাল হোসেন। বালিয়াঘাট গ্রামের জমাদার আলীর পুত্র মালু মিয়া জানান, তিনি মঙ্গলবার সকালে ক্লিনিকে যান করোনা দ্বিতীয় ডোজ টিকা দিতে। সে সময় তাকে টিকার জন্য ৫০ টাকা পরিশোধ করতে বলা হয়। পরে তিনি ৫০ টাকা পরিশোধ করে করোনার টিকা গ্রহণ করেন।
শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের রবিউল্লার স্ত্রী রিপা বেগম বলেন, তারা দুইজন মহিলা একত্রিত হয়ে ১০০ টাকা দেন। টিকা নেয়ার পর অপর মহিলার টাকা ফেরৎ দিলেও তাহার টাকা ফেরৎ দেয়া হয়নি।
বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিক এলাকার গোলকপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া বলেন, টিকা নিতে আসা লোকজন টিকা নিয়ে তাকে জানিয়েছেন বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের জন প্রতি ৫০ টাকা নিয়ে টিকা দিয়েছেন।
বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিক হেল্থ প্রোভাইডার বিলাল হোসেন বলেন, ক্লিনিকে করোনার দ্বিতীয় ডোজের টিকার কার্যক্রম চলছে। অনেকেই টাকার বিনিময়ে ১ম ডোজ নিতে চাচ্ছে। কিন্তু আমি এগুলোতে প্রশ্রয় দিচ্ছি না। সেই সাথে তিনি আরো বলেন, এলাকার কিছু লোক তার বিরুদ্ধে ইচ্ছেকৃত ভাবে লেগেছে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম বলেন, এলাকার লোকজন অনেকেই ফোন করে আমাকে জানিয়েছেন, বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকে ৫০ টাকার বিনিময়ে করোনার টিকা দেয়া হচ্ছে। পরে আমি ফোন করে ক্লিনিকের ইনচার্জ বিলাল হোসেনের নিকট বিষয়টি জানি। তখন তিনি জানান, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের নবী হোসেন তাকে বলেছে করোনা টিকার বিনিময়ে ৫০ টাকা করে নেয়ার জন্য। এরপর চেয়ার‌্যান বিষয়য়টি ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসানকে অবহিত করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, টাকা নেয়ার বিষয়টি তিনি শুনেছেন। শুনে তিনি ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসকদের জানিয়ে দিয়েছেন করোনা টিকা টাকার বিনিময়ে কোথাও দেয়া যাবে না।