কানাইঘাটের ৯টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে – ফয়সল কাদের

7

কানাইঘাট থেকে সংবাদদাতা :
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন পূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতীক বরাদ্দের দিনে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যদের নিয়ে আচরণ বিধি সংক্রান্ত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের তার বক্তব্য বলেন, কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে ইতি মধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আহ্বান জানান। কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করলে তাদের বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেই সাথে তিনি প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের আশ^স্ত করে বলেন নির্বাচনী প্রচার প্রচারণায় সকল প্রার্থী সমান সুযোগ পাবেন এর কোন ব্যতয় ঘটবে না। সিলেট জেলার বিভিন্ন উপজেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনের উদাহরণ তুলে ধরে ফয়সল কাদের বলেন কানাইঘাটের ৯টি ইউনিয়নের নির্বাচন সে ভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা হবে। কোন প্রার্থী বা তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট বা প্রভাব বিস্তার, ভোট কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, দাঙ্গাহাঙ্গামার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফয়সল কাদের নির্ভয়ে ভোটারদের আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৯টি ইউনিয়নের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা তপন চন্দ্র শিলের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) জাহিদুল হক সহ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তারা।