গতিশীল ও আলোকিত আটাব প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত ফোরামকে বিজয়ী করুন – এম শাহাদত হোসেন

11
আটাব সম্মিলিত ফোরাম মনোনীত প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাব এর সভাপতি ও আটাব সম্মিলিত ফোরামের প্রধান সমন্বয়কারী এম শাহাদত হোসেন তসলিম।

হাব-এর সভাপতি ও আটাব সম্মিলিত ফোরামের প্রধান সমন্বয়কারী এম শাহাদত হোসেন তসলিম বলেছেন, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে সদস্যগণের কল্যাণে, গতিশীল ও আলোকিত আটাব প্রতিষ্ঠার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আটাব সম্মিলিত ফোরাম মনোনীত তৌফিক উদ্দীন আহমদের পূর্ণ প্যানেলকে বিজয়ী করুন। তিনি বলেন, এজন্য চাই সবার আকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা। বিগত সময়ে করোনা মহামারির কঠিন দুর্যোগেও আমরা শতভাগ ট্রাভেলস নবায়ন করেছি। আটাব অফিসকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতিমুক্ত ও সদস্যবান্ধব, সদস্যদের মৃত্যুজনিত অনুদান বৃদ্ধি, ট্রাভেল এজেন্সিকে পর্যটন শিল্পের আওতায় উৎখাত হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাসহ আটাবে আমাদের অসংখ্য সফলতা রয়েছে। ১৬ মার্চ আটাব সম্মিলিত ফোরাম মনোনীত তৌফিক উদ্দীন আহমদের পূর্ণ প্যানেলেকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ব্যবসায়ীদের কল্যাণ হবে। ট্রেভেল ট্রেডকে সম্মানজনক স্থানে নিতে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
আটাব নির্বাচন ২০২১-২০২৩ ইং উপলক্ষে আটাব সম্মিলিত ফোরাম মনোনীত প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত সোমবার রাতে সিলেট নগরীর একটি হোটেল কক্ষে আটাবের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল প্রধান তৌফিক উদ্দীন আহমদ। গিয়াস উদ্দিন আহমদ আমজাদ ও আব্দুল্লাহ এ মাসুম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আটাব সিলেট জোনের চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবের সাবেক সভাপতি আব্দুস শাকুর, আটাবের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, আটাব ও হাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান আব্দুল মুকিত চৌধুরী, আটাবের মহাসচিব মাজহারুল হক ভূঁইয়া, হাব সিলেট জোনের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, আটাবের সাবেক ইসি সদস্য আকবর হোসেন মনজু, আটাবের সিনিয়র সদস্য আবু বকর, অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান, ডেপুটি জেনারেল সেক্রেটারি জালাল উদ্দিন টিপু, হাব সিলেট জোনের চেয়ারম্যান জহিরুল কবির চৌধুরী শিরু, ভাইস চেয়ারম্যান আহমদ বেলাল, সেক্রেটারি গিয়াস উদ্দিন।
এ সময় আটাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ মো. আবু তালেব, মৌলানা মোবাশ্বির আহমদ, নাজমুল হক, মো. রাসেল আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ও দোয়া পরিচালনা করেন মাওলানা এম. এ কুদ্দুস। বিজ্ঞপ্তি