কারাভোগ শেষে কুলাউড়ার চাতলাপুর দিয়ে ২ ভারতীয়কে হস্তান্তর

8

কুলাউড়া থেকে সংবাদদাতা :
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে ৭ মাস ১২ দিন কারাভোগের পর দুই ভারতীয় নাগরিককে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগের ভিত্তিতে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ।
তারা হলেন- ভারতের ত্রিপুরার খোয়াই জেলার ক্যারাঙ্গীছড়ার বিদ্যাবিল গ্রামের মৃত সুরেষ দেব বর্মার ছেলে রাজিব দেব বর্মা ও একই গ্রামের যোগেশ দেব বর্মার ছেলে গুরুপদ দেব বর্মা।
বিষয়টি সময় কুলাউড়াকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি তারা দুজন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। পরে এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। সে মামলায় তারা মৌলভীবাজার জেলা কারাগারে বন্দি ছিল।
তিনি আরও জানান, গত কয়েক মাসে বন্দি ভারতীয়দের স্বজনরা সংশ্লিষ্ট ভারতীয় বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এ যোগাযোগের ভিত্তিতে আটক দুই ভারতীয় নাগরিককে আজ রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।