নারীদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন – জুলিয়া যেসমিন মিলি

4
জেলা তথ্য অফিস কর্তৃক ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জুলিয়া যেসমিন মিলি, পরিচালক (উপসচিব), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিভাগীয় কার্যালয় সিলেট।

নারীদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃকপক্ষ (বিডা) এর পরিচালক জুলিয়া যেসমিন মিলি। তিনি ৬ ডিসেম্বর সকাল ১১টায় পিটিআই হলরুম সিলেটে জেলা তথ্য অফিস, সিলেটের উদ্যোগে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিটিআই সিলেট এর সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা) উজ্জ্বল শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিটিআই সিলেটের ইনস্টাক্টও খসরুজ্জামান। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক জুলিয়া যেসমিন মিলি আরও বলেন-দেশের দরিদ্র সাধারণ জনগণকে উন্নততর জীবন যাপনের সুযোগ করে দিতে মাননীয় প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে প্রচারণা অব্যাহত রাখা দরকার। তবেই এই সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে সর্বস্তরের জনগণ। তিনি বলেন-১০টি বিশেষ উদ্যোগের অধিকাংশই সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে ফলশ্রুতিতে এই উদ্যোগ সমূহের সুফল ভোগ করতে শুরু করেছেন সর্বসাধারণ। বর্তমান সরকার কর্তৃক গৃহীত সকল উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগিতার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জুলিয়া যেসমিন মিলি। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি