একটি দেশের জন্য

17

মোঃ তাইফুর রহমান :

একটি দেশের জন্য মানুষ শহীদ হল কত
এই বাঙালি ভয়ের কাছে হয়না কভু নত।
স্বাধীন একটি দেশের জন্য যুদ্ধ অনেক চলে
বীর বাঙালির বিজয় আসে খুব একতার বলে।

পাক বাহিনীর ষড়যন্ত্র যায় না কভু মানা
তাইতো আমরা রুখে দিলাম ওদের সকল হানা।
নয় মাস ব্যাপী যুদ্ধ শেষে স্বাধীন এ দেশ পাই
সবার মুখে একই বুলি স্বাধীনতা চাই।

ডিসেম্বরে বিজয় এলো মনে সুখের হাওয়া
অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পাওয়া।
শহীদ হলেন কত মানুষ ইতিহাসে গাঁথা
বীর বাঙালি বিজয় আনে উঁচু করে মাথা।

একাত্তরের বাংলা তখন দুঃখ সাগরে ভাসে
সবার মুখে হাসি যখন স্বাধীনতা আসে।
বীর বাঙালি যুদ্ধ করে খুবই বীরের বেশে
শত্রুদেরকে রুখে দিয়ে আনল বিজয় দেশে।

সকল পেশার সকল মানুষ দেশের পাশে থাকে
বিজয় চাই বিজয় চাই এই শ্লোগান মুখে।
বীর বাঙালি মরতে রাজি প্রিয় দেশের জন্য
একাত্তরে স্বাধীন হলাম ধন্য আমরা ধন্য।