সিকৃবিতে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে বিজয়ের মাসকে বরণ

4

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অফিসার পরিষদ এর আয়োজনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার ‘সূর্যালোকে বর্ণমালায়’ আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে বিজয়ের মাসকে বরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গন হতে আলোক মিছিল বের হয়। সিকৃবি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব। আলোক প্রজ্জ্বলন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করে। আলোক প্রজ্জ্বলণের মাধ্যমে সেইসব শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করছি আমরা। সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির চরম শিখরে আরোহন করছে। সোনার বাংলা গড়ার অঙ্গিকার ও দৃঢ়তা নিয়ে তিনি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অচিরেই এই দেশ সমৃদ্ধ সোনার বাংলায় বাস্তবায়িত হবে’। আলোক প্রজ্জ্বলণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, এডিশনাল রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, মো. সুহেল আহমদ, আতিকুল ইসলাম, ফাতেহা শিরীন, শওকত হোসেন, দেবাশীষ সাহা, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবুল হাসনাত, ডাঃ সন্তোষ রঞ্জন পাল, ড. আমিনুর রহমান, আমিন মোহাম্মদ সাঈদ, পরিষদের ট্রেজারার মো. মাকছুদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আফরাদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার, সহকারী রেজিস্ট্রার বেনজীর আহমদ, মো. আতিকুল ইসলাম, ফরহাদ আখন্দ, কৃষিবিদ কামরুল ইসলাম, কৃষিবিদ সৌরভ ব্রত দাস, ফয়জুল্লাহ, আতাউর রহমান, রিয়াজুল ইসলাম রাজীব, সেকশন অফিসার ঋত্বিক দেব অপু, রেজাউল ইসলাম মুন্না, সাঈদ ইশতিমাম সোহান, প্রশাসনিক কর্মকর্তা রাজ্জাক জামান, মামুন উদ্দিন, মোহাম্মদ হোসেন বাবর, কাওসার হামিদ, কর্মচারী সমিতির সভাপতি ছানারুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম, সাবেক সভাপতি শাহ আলম সুরুক, সাবেক সাধারণ সম্পাদক অরুণ লামা প্রমুখ। বিজ্ঞপ্তি