স্টাফ রিপোর্টার :
আগামী ২৮ নভেম্বর সারাদেশের ন্যায় সিলেট জেলার ১৬ টিসহ বিভাগের ৭৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যত যাচ্ছে ভোটের দিন তত ঘনিয়ে আসছে। প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। দিচ্ছেন বিভিন্ন আশার বাণী।
এদিকে শেষ দিকে এসে প্রার্থী ও ভোটারেদের চলছে চুলচেড়া বিশ্লেষণ। কে কাকে ভোট দিবেন এমন কথাবার্তা চলছে গ্রামীণ জনপদগুলোতে।। ভোটের আমেজ এসে গেছে তা বলে দিচ্ছে গ্রামের মানুষের কথাবার্তায়।
সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারের তিনটি উপজেলায় চলমান ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন ১ হাজার৬৪৬জন। তার মধ্যে চেয়ারম্যান পদে ১৩৫জন। সদস্য পদে ১১৪৩জন ও সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য ৩৬৮জন। উপজেলাগুলো হলো- হবিগঞ্জ সদর,নবীগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা। তিনটি উপজেলায় ৩১টি ইউনিয়নে হবে নির্বাচন।
হবিগঞ্জ সদরে ৪৪৬ প্রার্থী : জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪৪৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার চারজন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত ওয়ার্ডে ১০১ ও সাধারণ ওয়ার্ড আসনে ৩১২ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। চেয়ারম্যান পদে এক নম্বর লোকড়ায় ৮ জন, দুই নম্বর রিচি ৩ জন, তিন নম্বর তেঘরিয়ায় ৬, চার নম্বর পইলে ২, পাঁচ নম্বর গোপায়া ৫, ছয় নম্বর রাজিউড়া ৪, নয় নম্বর নিজামপুরে ২ ও দশ নম্বর লস্করপুর ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এক নম্বর লোকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আহাম্মদ আলী (নৌকা), আমিরুল ইসলাম (অটোরিক্সা), আব্দুল হান্নান চৌধুরী (আনারস), আজমান আলী (মোটরসাইকেল), ইলিয়াছ আহমেদ, কায়সার রহমান (চশমা), কয়ছর আহমেদ (টেলিফোন) ও মীর জালাল (টেবিল ফ্যান)। দুই নম্বর রিচি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুর রহিম (নৌকা), জাতীয় পার্টির কাজল আহমেদ (লাঙ্গল) ও মোঃ সারাজ মিয়া (আনারস)। তিন নম্বর তেঘরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এমএ মোতালিব (নৌকা), মোঃ ছানু মিয়া (ঘোড়া), মোঃ আবুল কাশেম (চশমা), মোঃ সেবলু মিয়া (মোটরসাইকেল) ও নজরুল ইসলাম (আনারস)। চার নম্বর পইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মঈনুল হক আরিফ (ঘোড়া) ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ সাহেব আলী (নৌকা)।
পাঁচ নম্বর গোপায়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন (আনারস), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ নুরুজ্জামান চৌধুরী (নৌকা), চৌধুরী মিজবাহুল বারী (চশমা), মোঃ আব্দুল হান্নান (ঘোড়া) ও মোঃ জহিরুল ইসলাম সেলিম (মোটরসাইকেল)। ছয় নম্বর রাজিউড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ ফয়জুল ইসলাম (চশমা), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ বদরুল করিম দুলাল (নৌকা), মোঃ আবুল কালাম বাবুল (ঘোড়া) ও মোঃ তাজ উদ্দিন (আনারস)। নয় নম্বর নিজামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন (আনারস) ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুল আউয়াল (আনারস)। দশ নম্বর লস্করপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান হিরো (নৌকা), মোঃ মইনুল হাসান (আনারস), মোঃ আমজাদ আলী (ঘোড়া) ও মোঃ নুরুল আলম (মোটরসাইকেল)।
বড়লেখায় মাঠ কাপাচ্ছেন ৪৯৪ চেয়ারম্যান ও মেম্বার : বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্যসহ ৪৫১ সাধারণ সদস্য প্রার্থী প্রতীক পেয়েই প্রচারণায় নির্বাচনী মাঠ কাপিয়ে তুলেছেন।শুক্রবার প্রার্থীরা প্রতীক আনতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। প্রতীক পেয়ে তারা কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় মাঠে নেমেছেন। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিশাল কর্মী-সমর্থক বাহিনী নিয়ে প্রচারণা চালাচ্ছেন বর্ণি ইউনিয়নের আ’লীগ মনোনীত নৌকার চেয়ারম্যানপ্রার্থী জোবায়ের হোসেন, আ’লীগ বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ (ঘোড়া), আব্দুল মোহিত (মোটরসাইকেল) ও বিএনপি প্রার্থী মো. জয়নাল আবেদীন (আনারস), দাসেরবাজার ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান, আ’লীগ বিদ্রোহী প্রার্থী মাহতাব উদ্দিন (ঘোড়া), স্বপন কুমার চক্রবর্তী (আনারস), বিমান কান্ত দাস (মোটরসাইকেল) ও কয়েছ আহমদ (অটোরিকশা), নিজবাহাদুরপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ময়নুল হক, বিএনপি প্রার্থী আলাল উদ্দিন (আনারস), আ’লীগ বিদ্রোহী আবু সাহেদ (ঘোড়া), উত্তর শাহবাজপুর ইউনিয়নে নৌকার প্রার্থী রফিক উদ্দিন আহমদ, আ’লীগ বিদ্রোহী আতাউর রহমান (আনারস), মুমিনুর রহমান টনি (ঘোড়া), জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী মো. আব্দুল্লাহ (খেজুর গাছ), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে নৌকার প্রার্থী নাহিদ আহমদ বাবলু, আ’লীগ বিদ্রোহী শাহাব উদ্দিন (ঘোড়া), বিএনপি প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. আমির উদ্দিন (চশমা), বড়লেখা সদর ইউনিয়নে নৌকার প্রার্থী সালেহ আহমদ জুয়েল, আ’লীগ বিদ্রোহী সিরাজ উদ্দিন (ঘোড়া), তালিমপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস, আ’লীগ বিদ্রোহী বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান (আনারস), দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী এনাম উদ্দিন, আ’লীগ বিদ্রোহী নজরুল ইসলাম (ঢোল), আব্দুল জলিল ফুলু (ঘোড়া), আশরাফ হোসেন (মোটরসাইকেল), মোশাহিদ আহমদ (টেলিফোন), বিএনপির ময়নুল হক (চশমা), জামায়াত প্রার্থী লুৎফুর রহমান (টেবিলফ্যান), জবরুল ইসলাম (আনারস), আব্দুল মানিক (রজনীগন্ধা) ও আব্দুল মালিক (অটোরিকশা), সুজানগর ইউনিয়নে আ’লীগ প্রার্থী সাহেদুল মজিদ নিকু, বিএনপির নজরুল ইসলাম (ঘোড়া), স্বতন্ত্র ফখরুল ইসলাম (চশমা) ও বদরুল ইসলাম (আনারস)। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আ’লীগের সুলতানা কোহিনুর সারোয়ারী, আ’লীগ বিদ্রোহী আজির উদ্দিন (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী বেলাল খান ওলম (আনারস), শরফ উদ্দিন (চশমা) ও সাইদুর রহমান (মোটরসাইকেল)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আচরণবিধি মেনে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নবীগঞ্জে ভোটের লড়াইয়ে ৭০৬ প্রার্থী : নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যের পদে ৭০৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। শুক্রবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাবৃন্দ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১৭৭ ও সাধারণ ওয়ার্ড সদস্যের পদে ৪৭০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন এক নম্বর বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে ৩ জন, দুই নম্বর বড় ভাকৈর (পূর্ব) ৪ জন, তিন নম্বর ইনাতগঞ্জ ৫ জন, চার নম্বর দীঘলবাক ৬ জন, পাঁচ নম্বর আউশকান্দি ৪ জন, ছয় নম্বর কুর্শি ৬ জন, সাত নম্বর করগাঁও ৫ জন, আট নম্বর নবীগঞ্জ সদর ৭ জন, নয় নম্বর বাউসা ৩ জন, দশ নম্বর দেবপাড়া ৪ জন, এগারো নম্বর গজনাইপুর ৫ জন, বারো নম্বর কালিয়ারভাঙ্গা ৫ জন ও তের নম্বর পানিউমদা ইউনিয়নে ২ জন।এক নম্বর বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সত্যজিৎ দাশ (চশমা), আওয়ামী লীগ মনোনিত সমর চন্দ্র দাশ (নৌকা) ও রংগলাল রায় (ঘোড়া)। দুই নম্বর বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত আক্তার মিয়া (নৌকা), দিদার আহমেদ (মোটরসাইকেল), মোঃ খালেদ মোশারফ (ঘোড়া) ও মোঃ মেহের আলী মালদার (আনারস)। তিন নম্বর ইনাতগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত আছাবুর রহমান (নৌকা), মোঃ ছায়েদ উদ্দিন (মোটরসাইকেল), নোমান হুসেন (ঘোড়া), মোঃ মস্তুফা কামাল (আনারস) ও জাতীয় পার্টির মোঃ সাহিন আহমেদ (লাঙ্গল)।
চার নম্বর দীঘলবাক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সাঈদ (নৌকা), জাতীয় পার্টির মোঃ আব্দুল হান্নান চৌধুরী (চান মিয়া) (লাঙ্গল), মোঃ ছালিক মিয়া (আনারস), আব্দুল বারিক রনি (মোটরসাইকেল), মোহাম্মদ আব্দুল গফফার (ঘোড়া) ও মোঃ এলাওর মিয়া (চশমা)। পাঁচ নম্বর আউশকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ দিলাওর হোসেন (নৌকা), মোঃ আব্দুল হামিদ নিক্সন (ঘোড়া), মফজ্জুল হক (চশমা) ও এজহারুল হক চৌধুরী (আনারস)।
ছয় নম্বর কুর্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলী আহমেদ (নৌকা), সৈয়দ খালেদুর রহমান (আনারস), আব্দুল মুকিত (চশমা), আবু তালিম (মোটরসাইকেল), শামছুল হুদা চৌধুরী (ঘোড়া) ও শেখ মোঃ আব্দুল গফুর (রজনীগন্ধা)। সাত নম্বর করগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন (আনারস), আওয়ামী লীগ মনোনিত বজলুর রহমান (নৌকা), জাতীয়পার্টির সাইফুল ইসলাম (লাঙ্গল), নির্মলেন্দু দাশ রানা (ঘোড়া) ও শেখ মোঃ ইছাক মিয়া (মোটরসাইকেল)।
আট নম্বর নবীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ হাবীবুর রহমান (নৌকা), সাজু আহমদ চৌধুরী (আনারস), জাতীয়পার্টির মুফতি মিয়া (লাঙ্গল), মোঃ জাকির আহমদ চৌধুরী (মোটরসাইকেল), আতাউর রহমান চৌধুরী (ঘোড়া) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ কাজী রোহামা উর রশীদ চৌধুরী (হাতপাখা) ও খাজা সফি ওসমানী খাকি চৌধুরী (চশমা)।
নয় নম্বর বাউসা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু সিদ্দীক (নৌকা), জুনেদ হোসেন চৌধুরী (ঘোড়া) ও সাদিকুর রহমান শিশু (আনারস)। দশ নম্বর দেবপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী (নৌকা), শামীম আহমেদ (ঘোড়া), শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) ও কুহিনুর মিয়া (আনারস)।
এগারো নম্বর গজনাইপুর ইউনিয়নে ইমদাদুল হক মুকুল (আনারস), আওয়ামী লীগ মনোনিত র্প্রার্থী সাবের আহমেদ চৌধুরী (নৌকা), শফিউল আলম (চশমা), আবুল খায়ের কায়েদ (ঘোড়া) ও মোঃ হাফিজ আইয়ুব আলী (অটোরিক্সা)। বারো নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম (ঘোড়া), আওয়ামী লীগ মনোনিত ফরহাদ আহমেদ (নৌকা), ইমদাদুল হক চৌধুরী (আনারস), হাজী আজিজ আহমেদ (চশমা) ও জাতীয়পার্টির হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল)। তের নম্বর পানিউমদায় বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান (নৌকা) ও মুহিবুল হাসান মামুন (আনারস)।