ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বাসের সিটে বসে পর্ণোগ্রাফি দেখা ও পিছনের ছিটে বসা এক শিক্ষার্থীকে পর্ণোগ্রাফি দেখিয়ে উত্যাক্ত করার অপরাধে শেরপুর হাইওয়ে থানার ওসি নবি হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে বিনাশ্রমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের সীমান্তবর্তী শেরপুর মুক্তিযুদ্ধা চত্ত্বরে ঘটনাটি ঘটে। ভ্রাম্যামান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। কারাদন্ডপ্রাপ্ত যুবক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের আব্দুর রউফ এর পুত্র মাহবুবুর রহমান (২৬)।
জানা গেছে, সোমবার রাত্র সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাস নং-(চট্ট মেট্রো ব-১১-১০৮৬) মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর মুক্তিযুদ্ধা চত্ত্বরে এসে পৌছালে গাড়িতে হট্টগুল বাধে। খবর পেয়ে শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে রাত্রীকালীন ডিউটির শেরপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট শিবলু ও কয়েকজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ও যাত্রীরা জানায়, অভিযুক্ত মাহবুবুর রহমান ও একজন বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থী গাড়িটির ভিতরে হট্টগোল করছেন। গাড়ির বি-৪ সিটে বসা যাত্রী মাহবুবুর রহমান শেরপুরে নামতে চাইলে ই-৪ সিটে বসা জেলা-চট্টগ্রাম বোয়ালখালি এলাকার মেয়ে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাকে নামতে দিচ্ছে না। এ সময় মেয়ে শিক্ষার্থী পুলিশের কাছে অভিযোগ করেন, মাহবুবুর রহমান গাড়িটির সিটের ইসপ্রিং সুইচ টেনে সিট পেছনে হেলিয়ে নিয়ে গিয়ে তার হাতে থাকা এন্ড্রোয়েড মোবাইল ফোনে পর্ণোগ্রাফি ভিডিও প্লে করে তাকে শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ যাবত জোর করে দেখাচ্ছে ও তার দিকে তাকিয়ে বিভিন্ন ভাবে খারাপ অঙ্গভঙ্গি প্রকাশ করছে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি নবি হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবককে আটকের পর মৌলভীবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের মাধ্যমে ভ্রাম্যমান আতালত পরিচালনা করে মাহবুবুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে বিনাশ্রমে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার (ওসি) নবীর হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের রায়ের পর আসামীকে মঙ্গলবার সাকালেই মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। শিক্ষার্থীকে নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছাতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।