সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, দেশে এক বিভিষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে শাসনের পরিবর্তে মানুষকে শোষণ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের অবস্থা এখন চরমে। এর মধ্যে জ¦ালানী তেল ও এলপি গ্যাসের দাম বাড়িয়ে জনদুর্ভোগ বৃদ্ধি করা হয়েছে। পরিবহনের ভাড়া বৃদ্ধি করে নিরীহ জনসাধারণের পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। আওয়ামী দুঃশাসন নিষ্পেষিত জাতি থেকে মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাতিকে মুক্ত করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি লড়ে যাচ্ছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠায় তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়েছে। ঐক্যবদ্ধভাবে কাউন্সিল সফল করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি রবিবার বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৪নং কুচাই ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির হাজী ইউনুছ মিয়ার সভাপতিত্বে, বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তফাজ্জুল হোসেন।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বজলুর রহমান ফয়েজকে সভাপতি ও জমির উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক ও আছাদ মিয়া রুকনকে সাংগঠনিক সম্পাদক করে কুচাই ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা আশরাফ উদ্দিন আলীম।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, হাজী নামর আলী, আব্দুল লতিফ খান, জিল্লুর রহমান সুয়েব, শাহ মাহমুদ আলী, মনিরুল ইসলাম তুরণ, শামীম সিদ্দিকী, ইসলাম উদ্দিন, আলী আহমদ সাজাই, মোফাজ্জল হোসেন পিরু, আফতাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, মকসুদুল করিম নুহেল, বিএনপি নেতা সুমন আহমদ শিকদার, ছাত্রদল নেতা মকসুদুল করিম মকসুদ, আবু বকর সিদ্দিক, সজীব আহমদ, বিএনপি নেতা আলী আহমদ, গিয়াস উদ্দিন, জামাল আহমদ, শামীম চৌধুরী, আব্দুর রহমান, নাজমুল হক, কামাল উদ্দিন, সেলিম আহমদ, আব্দুর রাজ্জাক, সাজ্জাদুর রহমান, সাইফ আহমদ, মাসুদ আহমদ, হুসেন আহমদ ও বাবর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি