স্পোর্টস ডেস্ক :
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে আগে-ভাবেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ক্যারিবিয়ানরা। আর তারই কার্যক্রম হিসেবে দলের কোচিং প্যানেল ঠিকঠাক করে নিচ্ছে উইন্ডিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের যুবাদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক বা-হাতি ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল।
চন্দরপলের সঙ্গে দায়িত্ব পেয়েছেন রেইফার, রোহান নার্স এবং কার্টলি অ্যামব্রোসও। হেড কোচ হিসেবে আছেন ফ্লয়েড রেইফার। সহকারী কোচ হিসেবে থাকছেন রোহান নার্স ও বোলিং কোচের দায়িত্বে থাকছেন আরেক কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। আগামী ১৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে চলবে হাই পারফরম্যান্সের প্রস্তুতি ক্যাম্প।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লুসি) পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘চন্দরপলের ক্রিকেট জ্ঞান অসাধারণ এবং কোচিং স্টাফে তার যোগদান দলের ভেতরে অনন্য মাত্রা যোগ করবে।’