রাহাত হত্যার প্রতিবাদে দক্ষিণ সুরমায় মতবিনিময়

6
মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যার প্রতিবাদে দক্ষিণ সুরমায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক পরিচালক ও সাবেক সচিব সৈয়দ মাহবুব ই জামিল।

দক্ষিণ সুরমা সরকারি কলেজের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যার প্রতিবাদে ধরাধরপুর, পুরান তেতলী, কামুশনা ও আহমদপুর এলাকাবাসীর উদ্যোগে তেতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় গত ৮ নভেম্বর রাতে স্থানীয় ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী আহমদ হোসেন রেজা’র সভাপতিত্বে ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক পরিচালক ও সাবেক সচিব সৈয়দ মাহবুব ই জামিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক শাহ আলম, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, মুরব্বী হারুন রশীদ হারুন, সাবেক মেম্বার জমির আলী, আওয়ামীলীগ নেতা হাজী আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা আব্দুল মুমিন ছৈইল মিয়া, এনামুল হক ইকবাল।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেলের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুরব্বী মোঃ জছির মিয়া দছু, সাবেক মেম্বার আজমল আলী, আলী মেম্বার, মনির মিয়া, হাজী জয়নাল আহমদ, নিজাম উদ্দিন, হাজী সফিক মিয়া, ইরন মিয়া, এমরান হোসেন ঝুনু, আশক মিয়া, মনির মিয়া শিশু, মালিক মিয়া, আনোয়ারুল ইসলাম, হুসিয়ার আলী, রফিক মিয়া, আব্দুল গফ্ফার, মোঃ শানুর মিয়া, আব্দুল মিয়া, মোঃ সফিক মিয়া, মোঃ ফয়জুর রহমান, মোজাহিদুল ইসলাম, আল আমিন মিয়া, সেলিম মিয়া, বাবুল মিয়া, জামাল উদ্দিন, আব্দুল খালিক, মুহিবুর রহমান মুহিব, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাত এর হত্যাকারী, সহযোগি ও এর সাথে জড়িত ইন্দ্বনদাতাদের খোজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বক্তারা আসামীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি রায় কার্যকরের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ করেন। বিজ্ঞপ্তি