কানাইঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপিত

5

কানাইঘাট থেকে সংবাদদাতা :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‌্যালি পরবর্তী আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর সমবায় দিবসের মূল আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের ব্যাপক উপস্থিতিতে সমবায় দিবসের আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ বানিগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, রিংকু চক্রবর্তী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আনোয়ারুল হক। সমবায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বর্ণ পদ প্রাপ্ত সানরাইজ সমবায় সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন, অরণ্য সমবায় সমিতির সভাপতি শসসের আলম, কায়স্থগ্রাম সবজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিজিৎ চন্দ্র প্রমুখ।