স্বস্তি চাই না

6

সাজেদুর আবেদিন শান্ত :

একদিন আমি অবসরে যাবো,
পৃথিবী আমারে স্বস্তি দিবে,
আসলেই কি আমি স্বস্তি পাবো?

আমি স্বস্তি চাই না
আমি অপলক দেখতে চাই পুকুর পানা, কলমি জল
নদী, নদীর বালুচর, কাশফুল, সাদা বক
আমি প্রাণ ভরে নিশ্বাস নিতে চাই
এই সবুজের মাঠে, রঙ মাখতে চাই প্রজাপতির পাখায়
আমি গন্ধ নিতে চাই ক্যামেলিয়া, বকুল, গোলাপে

আমি স্বস্তি চাই না, আমি বেচে থাকতে চাই হাজার বছর
হাজার হাজার বছর, বহু হাজার বছর,
যতদিন বাচলে আমাকে অমর বলবে ততদিন আমি পৃথিবীর রূপ রস গন্ধ নিতে চাই।