জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠকে সিদ্ধান্ত ॥ দাবী মানার আশ^াসে সিলেটে পরিবহন কর্মবিরতি প্রত্যাহার

3
সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে সিলেট জেলা বাস মিনিাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আহুত পরিবহন কর্মবিরতি কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে আয়োজিত এক সভায় তাদের দাবী মেনে নেয়ার আশ^াসে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিক নেতারা। এর আগে গেল রবিবার এক সভায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পরিবহন কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছিলেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি রনু মিয়া, সাধারন সম্পাদক আব্দুল মুহিম, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দের দাবী দাওয়া শুনেন এবং যৌক্তিক দাবী মেনে নেয়ার আশ^াস প্রদান করেন। পরবর্তীতে সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তপক্ষের সাথে বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দের দাবী দাওয়ার ব্যাপারে বৃহৎ আলোচনার আশ^াস দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য-গত শনিবার কদতমলী এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, ট্রাফিক এডিসি জ্যাতির্ময় সরকার, ট্রাফিক সার্জন নুরুল আফছারকে প্রত্যাহার, মেয়াদোত্তীর্ণ সকল সেতু থেকে টোল আদায় বন্ধ এবং ৩ বছর আগে শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার শ্রমিকদের মুক্তিসহ ৬ দফা দাবিতে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীর অনুষ্ঠিত হয়। এই কর্মসূচী থেকে তাদের দাবী মেনে নেয়া না হলে মঙ্গলবার সকাল থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন কর্মবিরতির ডাক দেন তারা। রোববার বিকেলে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের আশ^াসে কর্মবিরতি কর্মসূচী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়। এমপি হাবিবের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাদের যৌক্তিক ও ন্যায্য দাবী-দাওয়া মেনে নেয়ার আশ^াসে পরিবহন কর্মবিরতি কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: বি-১৪১৮) এর নেতৃবৃন্দ।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, সিলেট-৩ আসনের এমপি হাবিব সাহেবের আশ^াসে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবী দাওয়া মেনে নেয়ার আশ^াসে আমরা পরিবহন কর্মবিরতি কর্মসূচী প্রত্যাহার করলাম। বিজ্ঞপ্তি