আন্তর্জাতিক লায়ন্স ক্লাব সেবা সপ্তাহ অক্টোবর ২০২১ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানার ফরিদাবাদ আবাসিক এলাকায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় কর্মসূচির মধ্যে ছিল মেডিকেল ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ ক্যাম্পাসে শিশু শিক্ষার্থীদের দাতের চিকিৎসা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান, শতাধিক বৃক্ষের চারা রোপণ করা। এসব কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন মো. মুহিতুর রহমান এমজেএফ।
এ সময় পাস্ট প্রেসিডেন্ট লায়ন আব্দুল হামিদ, প্রজেক্ট চেয়ারপার্সন লায়ন এডভোকেট মিসবাউল ইসলাম, লায়ন মাহবুবুল হক, লায়ন হুমায়ুন কবির, লায়ন আব্দুল্লাহ মামুন সামন, লিও দাইয়ান, লিও ইমরান, লিও শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট ডেন্টাল সেন্ট্রাল কলেজের দন্ত চিকিৎসক ডা. মালিহা ইসলাম বিডিএস, ডা. শামসুন নাহার সুমী বিডিএস, ডা. আরফা ইসলাম নিশি বিডিএস, ডা. পারভেজ আহমদ মুন্না বিডিএস এর সার্বিক সহযোগিতায় সেখানে মেডিকেল ডেন্টাল সেবা বাস্তবায়ন করা হয়। সেবাকালে শতাধিক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে উপস্থিত দন্ত চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া মাদ্রাসা হলরুমে বিকাল ৫টায় শিক্ষার্থীদের মধ্য থেকে পবিত্র কোরআনে তেলাওয়াত শুনানো হয়। ফরিদাবাদ আবাসিক এলাকার একটি প্লটে বিভিন্ন ফল-ফলাদির ১’শ বৃক্ষ চারা লায়ন্স ক্লাব অব সিলেটের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক রোপন করেন। বিজ্ঞপ্তি