সাঈদুর রহমান লিটন :
লাগছে খুশি হঠাৎ আমার
মনে সুখের হাওয়া,
ইচ্ছে করছে খোলা মাঠে
উড়োধুরো গাওয়া।
খিল লাগিয়ে নৃত্য করতে
ইচ্ছে করছে আজি,
আজকে সবার শুভ হবে
ধরতে পারি বাজি।
পাখির মতো থাকতো যদি
ওড়ার মতো ডানা,
আজকে আমি উড়েই যেতাম
শুনতাম নাতো মানা।
নদীর ধারে শ্যাম্পু চুলে
ভাবছি এবার হাঁটি,
মুক্ত হাওয়া নদীর ধারে
মধুর মতই খাঁটি।