শিশুর পণ

4

এম.আবু বকর সিদ্দিক :

পরের জিনিস ধরব না,
কাউকে আঘাত করব না,
বরং কেহ আঘাত দিলে
ধৈর্য ধরে রবো।

কারো ক্ষতি করব না,
কাউকে গালি দিবো না,
পাড়াপড়শি সবার সাথে
মিলে মিশে রবো।

পরনিন্দা করব না,
কাউকে কষ্ট দিবো না,
বরং কেহ ব্যথা পেলে
সমব্যথী হব।

মিথ্যা কথা বলব না,
অসৎ পথে চলব না,
লেখা পড়া শিখে আমি
অনেক বড় হব।