মোঃ রুহুল আমিন :
জীবন নামক গল্পের বাস্তব
অনেক কঠিন হবে,
আসবে বাঁধা পাহাড় সম
রুখে দাঁড়াও তবে।
জীবন পথে চলতে গেলে
হাজার হোঁচট খাবে,
আরাম আয়েশ করলে যেনো
জীবন থমকে যাবে।
ব্যর্থতার ভার নিজের কাঁধে
থাকবে না কেউ পাশে,
কঠোর শ্রমে অনড় থাকলে
সুখটা তবেৃৃ আসে।
কষ্টের সীমাহীন দুঃখে যে
কাতর হয়ে…যাবে,
বাস্তবতা বুঝবে সেদিন
থাকলে অলস ভাবে।
বিধিলিপি চলার পথে
ওলট পালট করে,
মনের কষ্ট আঁধার রাতে
চোখে অশ্রু ঝরে।
জীবন বিশাল ব্যাপক প্রসার
জয় পরাজয় আছে,
আশার আলোর সন্ধান করো
নিত্য কর্মের মাঝে।