যুব উন্নয়ন অধিদফতর সিলেটের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেছেন, তথ্য অধিকার আইণ সম্পর্কে মানুষকে আরো বেশি করে জানাতে হবে। কারণ প্রান্তিক পর্যায়ে বিশেষ করে নারীরা জানেনই না যে দেশে একটি তথ্য অধিকার আইন রয়েছে। কিংবা এ আইনের মাধ্যমে তারা কিকি সেবা পেতে পারেন। এ জন্য এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো অনেক বেশি ফলপ্রসূ হবে। বুধবার বিকেলে নগরীর একটি হোটেলে ইউএসআইডির আর্থিক সহযোগিতায় ও দি কার্টার সেন্টারের উদ্যোগে এবং ইন্সটিটিউট অব ডেভলাপমেন্ট এ্যফেয়ার্স আইডিয়ার কারিগরি সহযোগিতায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের নিয়ে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদের সঞ্চালনায় আয়োজিত ক্যাম্পেইনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা নির্বাহী অফিসার নিলীমা রহমান ও আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি কার্টার সেন্টারের চীফ অব পার্টি সুমনা মাহমুদ। টিবিসি পরিচালনা করেন দি কার্টার সেন্টারের প্রোগ্রাম অফিসার রুকসানা আফরোজ। নারীদের তথ্য প্রাপ্তিতে সবচেয়ে বেশি সহযোগিতা করায় দি কার্টার সেন্টারের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিন এবং বিশ্বনাথের যুব প্রতিনিধি শিরিয়া বেগম ও কেওয়াচড়া চা বাগানের যুব প্রতিনিধি বিশ্বজিত কুর্মাকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি