সংসদ অধিবেশন ফের বসছে আজ

7

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন টানা ৯ দিন মুলতবির পর আজ মঙ্গলবার বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে একনাগাড়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয়।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশন আহ্বান করা হয়। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুজন সংসদ সদস্য মারা যাওয়ায় সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করে মুলতবি করা হয়।
এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়েছে। পরের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার আবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদের রীতি অনুযায়ী আজ মঙ্গলবারও সংসদের কার্যক্রম স্থগিত করা হতে পারে। এর আগে মরহুমার নামে শোক প্রস্তাব ও তাঁর জীবনীর ওপর আলোচনা করা হবে।