ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা-এর উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত বড় প্রকল্পের কাজ সম্পূর্ণ হতে যাচ্ছে। বিশে^র কোনো দেশ বাংলাদেশকে আর তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করতে পারবে না। বাংলাদেশের তরুণ সমাজ, বিশেষ করে মেধাবী প্রকৌশলীর দক্ষতা আর আন্তরিকতা দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সিলেট কেন্দ্র-এর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার আইইবি সিলেট কেন্দ্রের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। চলমান সমস্যাগুলোা মধ্যে জলাবদ্ধতা, বন্যা, ফসলহানি এবং আর্থকোয়াক প্রোন জোন হিসাবে সিলেট বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন এবং সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। আইইবি সিলেট কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আইইবি সিলেট কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শোয়েব আহমদ মতিন এবং সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবি সিলেট কেন্দ্রের এক্স-চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমদ, প্রকৌশলী মো. মোস্তফা শাহরিয়ার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডিরেক্টর ড. ইঞ্জিনিয়ার এম এম সিদ্দিক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহির বিন আলম, প্রফেসর ড. সালমা আখতার, প্রফেসর ড. মুশতাক আহমদ, সৈয়দ হাবিবুর রহমানসহ আইইবি সিলেট কেন্দ্রের সদস্যরা।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী আরো বলেন, বহি:বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয়ে বাংলাদেশের ছেলে-মেয়েরা যে রকম যোগ্যতার নজীর দেখাচ্ছে, এজন্য বাংলাদেশের মানুষের উৎসাহ-উদ্দীপনা আরো বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রকৌশলীদের আত্ম বিশ^াস বেড়ে যাচ্ছে। এবং এর মাধ্যমে দেশের জন্য উন্নত ফলাফল নিয়ে আসবে এটাই জাতির প্রত্যাশা। বিজ্ঞপ্তি