শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক অনিয়মিত ম্যাগাজিন অঞ্জনার প্রকাশনা অনুষ্ঠান আগামী (১৮ সেপ্টেম্বর) শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে অনুষ্ঠিত হবে।
অঞ্জনার সম্পাদক হৃষীকেশ রায় শংকর এর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটি সিলেট এর ট্রেজারার ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব বনমালী ভৌমিক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি বাংলা বিভাগের প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য, বিশেষ অতিথি দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক ও গবেষক আবদুল হামিদ মানিক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ পয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কবিকণ্ঠ, মূখ্য পরিচালক, নাট্যকার বাবুল আহমদ ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা।
অঞ্জনার প্রকাশনা অনষ্ঠান সফল ও স্বার্থক করে তোলার জন্য অঞ্জনা পরিবার ও নিধি প্রকাশনা সিলেট এর পক্ষ থেকে সকল মহলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি