অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

36

সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের ১৩০ জন ভিডিপি সদস্যদের ১ম ধাপে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে গুলিছুড়া অনুশীলন করে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
গতকাল ১১ সেপ্টেম্বর জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক এনামুল খাঁন এর সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ মাহমুদুল হক।
সার্কেল অ্যাডজুট্যান্ট কোয়াটার মাষ্টার এ.এস.এম এনামুল হকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নাঈম আহমদ ও পার্থ শার্থী দাস। প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি