‘তুমিই স্বাধীনতা, তুমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ও আগষ্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক সিলেট প্রশিক্ষণ হলের ৬ষ্ঠ তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-মহাব্যবস্থাপক শামীমা নার্গিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর।
সহকারী পরিচালক মৌসুমী বর্মনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা-ব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম।
যুগ্ম ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ব্যাংক প্রাঙ্গন মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন।
আলোচনায় অংশ নেন কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেন সরকার, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন-সিবিএ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি সিতাংশু শেখর রায়, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রত্নেশ্বর ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে সহকারি পরিচালক, অমিত্র সূদন পাল, উপ-মহাব্যবস্থাপক সৈয়দ শোয়েবুর রহমান। বিজ্ঞপ্তি