ক্রীড়াঙ্গন রিপোর্ট :
কোপা আমেরিকা শুরুর আগেই ইনজুরিতে ছিটকে যান ব্রাজিলের তারকা নেইমার। তার পরিবর্তে এবার দলে ডাকা হলো উইলিয়ানকে।
কোপা আমেরিকার আগে কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার সময় পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। তার গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। এই চোট নিয়েই কোপা আমেরিকা থেকে ছিটকে যান এ তারকা।
উইলিয়ান শনিবার পোর্তো আলেগ্রেতে জাতীয় দলে যোগ দিতে পারেন আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৬৫ ম্যাচ খেলে আট গোল করা উইলিয়ান। যেখানে রোববার হন্ডুরাসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
১৪ জুন ব্রাজিলে শুরু হবে আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। আসরের উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের কোপা চ্যাম্পিয়নরা।