২২ আগষ্ট থেকে হাইকোর্টে জামিন আবেদনের শুনানি

3

কাজিরবাজার ডেস্ক :
আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রীমকোর্ট প্রশাসন। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট হতে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।’এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এদিকে সুপ্রীমকোর্টের এ বিজ্ঞপ্তি প্রকাশে সন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীগণ। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে উচ্চ আদালতের কার্যক্রম কিছুদিন বন্ধ থাকার পর ৪ এপ্রিল থেকে ধীরে ধীরে ভার্চুয়ালি চালু হয় হাইকোর্ট বিভাগের বেঞ্চ। সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হলেও বন্ধ ছিল আগাম জামিনের দরজা। এ বিষয়ে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘আগাম জামিনের পথ খুলে দেয়া উচিত। যদি প্রমাণ হয় বিনা কারণে কাউকে ধরতে চাচ্ছে বা গ্রেফতার করতে চাচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে আদালতে এসে জামিন নেয়া। ভার্চুয়ালি হোক কিংবা স্বাস্থ্যবিধি মেনে আদালতে হাজির হয়ে হোক, ব্যক্তির আগাম জামিনের সুযোগ রাখা উচিত বলে আমি মনে করি।’