সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, বাংলাদেশ কম আয়তনের একটি জনবহুল দেশ। আমাদের দেশে বেকারত্ব একটি প্রধান সমস্যা। বেকারত্বের কারণে অনেক যুবক জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিতে চায়। মেধাবী শিক্ষার্থীরা দেশত্যাগ করে চলে যায়। আমরা বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারিনা বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচিত হলে সিলেট ৩ আসনের তিনটি উপজেলাতেই শিল্পকারখানা গড়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। এটি আমার ভোটারদের উদ্দেশ্যে প্রধান ওয়াদা। শুক্রবার আতিক তার নিজ বাড়িতে আগত বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
প্রবীণ মুরব্বী জাপা নেতা সিরাজুল ইসলাম এরশাদ মেম্বারের সভাপতি এবং দক্ষিণ সুরমা উপজেলা সে¦চ্ছাসেবক পার্টিও সভাপতি হাসান আহমদের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় যুবসংহতির ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, মোগলাবাজার থানা জাতীয়পার্টির সিনিয়র সহ সভাপতি সাতির মিয়া, জাতীয় পার্টি নেতা হাবিবুর রহমান, এজমান আলী, শাহেদ আহমদ, সুমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি